Announcement:

 Welcome to Varendra College Rajshahi      
Language:  

শিক্ষা মানবজাতির জন্য স্রষ্টা প্রদত্ত আশীর্বাদ। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার মাধ্যমেই পরিবার, সমাজ, দেশ উন্নতি লাভ করে। চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশপ্রেমিক, নৈতিক ও আধুনিক তথা বৈশ্বিক নাগরিক গড়ে তোলা বর্তমান সরকারের শিক্ষার রূপরেখা। সে লক্ষ্যেই আমরা 'বরেন্দ্র কলেজ রাজশাহী' শিক্ষা পরিবার কাজ করে যাচ্ছি।

রাজশাহী মহানগরের সাধারণের একটি অনন্য বিদ্যাপাঠ বরেন্দ্র কলেজ এই জনপদের একটি বাতিঘর। প্রতিষ্ঠানটি ১৯৮৫ খ্রিস্টাব্দে রাজশাহী মহানগরের প্রাণকেন্দ্র ঘোড়ামারায় প্রতিষ্ঠিত হয়েছিল। সুষ্ঠু পরিচালনা পর্ষদ, দক্ষ শিক্ষকমন্ডলী ও অভিজ্ঞ প্রতিষ্ঠান প্রধান যে কোনো প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। বরেন্দ্র কলেজ রাজশাহী তেমনি এক বলিষ্ঠ পরিচালনা পর্ষদ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে যা আমরা বিনয়ের সাথে দাবি করতে পারি।

প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ হতে হয়, স্বীয় সাধনায়। আর শিক্ষা হলো সে সাধনার মূলমন্ত্র। শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন। শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানে আমরা বদ্ধপরিকর। বরেন্দ্র কলেজ সহশিক্ষা, সাংস্কৃতিক কর্মকান্ড, খেলাধুলাসহ সকল বিষয়ে কৃতিত্বের পদচিহ্ন রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তাল মিলিয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের আন্তরিকতায় ধাপে ধাপে এগিয়ে চলছে এই বিদ্যাপিঠ তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।